ইউক্রেন সীমান্তে রাশিয়ার আরও এক লাখ সেনা মোতায়েন, অভিযোগ যুক্তরাষ্ট্রের
যেকোনো মুহূর্তে রুশ সেনারা ইউক্রেনে আক্রমণ করতে পারে বলে আশঙ্কা রয়েছে। এ পরিস্থিতিতে দেশটির সীমান্তে আরও এক লাখ রুশ সেনা মোতায়েন করা হয়েছে বলে অভিযোগ করেছে যুক্তরাষ্ট্র।
ইউক্রেনের উত্তর সীমান্তে এসব সেনা মোতায়েন করা হয়েছে বলে বুধবার, যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তরর পেন্টাগন অভিযোগ করে। পেন্টাগনের মুখপাত্র জন কিরবি বলেন, রাশিয়ার বিভিন্ন জায়গা থেকে সেনাসহ অন্যান্য সামরিক সরঞ্জাম জড়ো করা হচ্ছে। এবং এসব সক্ষমতা ইউক্রেন ও বেলারুশ সীমান্তেও অব্যাহতভাবে জড়ো করা হচ্ছে। তবে, রাশিয়া বরাবরই বলে আসছে যে, ইউক্রেনে হামলার কোনো পরিকল্পনা নেই তাদের।
ইউক্রেন সীমান্তে সেনা মোতায়েন করা হলেও সেনাসদস্যরা আন্তর্জাতিক আইন মেনে রুশ ভূখণ্ডের ভেতরেই অবস্থান করছে।