ইভিএমে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হয় : হাসিনা মহিউদ্দিন

১১০

বর্তমান সরকারের সময়ে ইভিএমে যে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হয়, তা ঢাকা সিটি ও চট্টগ্রাম-৮ আসনের নির্বাচনের মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম নগর মহিলা আওয়ামী লীগের সভানেত্রী হাসিনা মহিউদ্দিন।

গতকাল বিকেলে বাগমনিরাম ওয়ার্ড মহিলা আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বের কারণে বাংলাদেশ আজ বহির্বিশ্বে উন্নয়নের রোল মডেল। এ সময় বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার লক্ষ্যে তরুণ নেতৃত্বকে সুযোগ দিতে সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান তিনি।

বাগমনিরাম ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের সভাপতি রিমনা ইসলামের সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম মহানগর আওয়ামী যুবলীগের আহবায়ক মহিউদ্দীন বাচ্চু, চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নীলু নাগসহ অন্যরা।

নিউজ ডেস্ক/বিজয় টিভি

You might also like