ইভ্যালির শেয়ার হস্তান্তরে বোর্ডকে সহযোগিতার নির্দেশ

১২

ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির শেয়ার হস্তান্তরে বোর্ডকে সহযোগিতা করতে রাসেল ও তার পরিবারকে নির্দেশ দিয়েছে আদালত।

বুধবার (৯ ফেব্রুয়ারি) বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের একক হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। এছাড়া ইভ্যালির শেয়ার হস্তান্তরের সিদ্ধান্ত নেবে হাইকোর্ট গঠিত বোর্ড।

রাসেল ও তার স্ত্রীর পরিবারের সদস্যদের শেয়ার হস্তারের বিষয়টি আদালতের নজরে আনলে, আদালত তাদেরকে বোর্ডকে সহযোগিতার নির্দেশ দেন।

বাংলাদেশে ই-কমার্স খাতে কেলেঙ্কারি শুরুর পর তিনমাস ধরে ইভ্যালির কেনা-বেচা এবং পণ্য সরবরাহের কাজ বন্ধ রয়েছে। ফলে প্রতিষ্ঠানটির আয়ের কোনো সংস্থান নেই। কিন্তু, ব্যয় যথারীতি রয়েছে। ইভ্যালির ওয়েবসাইট ও অ্যাপস বন্ধ রয়েছে। ফেসবুক পেজও গত বছরের ১৮ই অক্টোবরের পর নতুন কোনো আপডেট আসেনি।

এদিকে, আয় না থাকলেও ব্যয় হওয়ায় খরচ যোগাতে ইভ্যালির গাড়ি নিলামে বিক্রি করার নির্দেশ দিয়েছে আদালত। আগামীকাল বৃহস্পতিবার ইভ্যালির গাড়ি নিলাম অনুষ্ঠিত হবে। নিলামের সময় নিরাপত্তা দিতে ডিএমপির পুলিশ কমিশনার ও র‌্যাবের মহাপরিচালককে নির্দেশ দেয় আদালত।

গেল ৭ই ফেব্রুয়ারি ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির এমডি রাসেল ও তার স্ত্রীর পরিবারের সমস্ত ব্যাংক একাউন্ট কেন ফ্রিজ করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করে বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের হাইকোর্ট বেঞ্চ।

You might also like