ইরাকে সহিংসতায় নিহত ২০, কারফিউ জারি
ইরাকের রাজধানী বাগদাদে রাজনৈতিক সহিংসতায় ২০ জন নিহত হয়েছেন। দেশটির অন্যতম রাজনীতিক এবং শিয়া নেতা মোকতাদা আল-সদরের রাজনীতি ছাড়ার ঘোষণা দেওয়ার পরই নিজ দলের সমর্থকদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সহিংসতায় তারা নিহত হয়েছেন। পরিস্থিতি সামাল দিতে দেশব্যাপী কারফিউ ঘোষণা করা হয়েছে।
আল-জাজিরা জানায়, শিয়া নেতা মোকতাদা আল-সদর রাজনীতি ছাড়ার ঘোষণা দেন সোমবার। এরপরই বিক্ষোভে ফেটে পড়েন তার সমর্থকরা। ভাঙচুর চালায় দেশটির বিখ্যাত রিপাবলিকান প্রাসাদে। পরিস্থিতি সামাল দিতে এবং সহিংসতা এড়াতে সশস্ত্র বাহিনী দেশজুড়ে কারফিউ ঘোষণা করে।
ইরাকি নিউজ এজেন্সি (আইএনএ) জানিয়েছে, চলমান কারফিউর কারণে ইরাকের মন্ত্রিসভা সরকারি অফিস বন্ধ করে দিয়েছে।