ইসহাক মিয়ার দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা

৭৯

বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সাবেক সদস্য মো. ইসহাক মিয়ার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।

এ উপলক্ষে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি হয়। এছাড়া পরিবারের পক্ষ থেকে কোরআন খতম, মিলাদ ও কবর জেয়ারত করা হয়। এদিকে, সকালে মরহুমের কবরে পুস্পস্তবক অর্পণ ও দোয়া মাহফিলে অংশ গ্রহন করেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ ও এবিএম মহিউদ্দিন চৌধুরী ফাউন্ডেশনের নেতৃবৃন্দরা। কর্মসূচিতে অংশ গ্রহন করেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, সিটি মেয়র আ.জ.ম নাছির উদ্দীনসহ অন্যান্যরা।

You might also like