ইসি গঠন সংক্রান্ত সার্চ কমিটি’র দ্বিতীয় বৈঠক আজ
নির্বাচন কমিশন (ইসি) গঠন সংক্রান্ত সার্চ কমিটি’র দ্বিতীয় বৈঠক আজ মঙ্গলবার বিকেলে অনুষ্ঠিত হবে।
বিকেল সাড়ে ৪টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে এই বৈঠক অনুষ্ঠিত হবে। এর আগে রোববার ৬ ফেব্রুয়ারি কমিটি’র প্রথম বৈঠকের পর আজ দ্বিতীয় বৈঠক হওয়ার বিষয়টিও জানানো হয়।
সার্চ কমিটির প্রধান আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান বৈঠকে সভাপতিত্ব করবেন।
রোববার সুপ্রিম কোর্ট জাজেস লাউঞ্জে অনুষ্ঠিত বৈঠক শেষে অনুসন্ধান কমিটিকে সাচিবিক সহায়তার দায়িত্বে থাকা মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের ব্রিফ করেন। ওই দিন বিকেল সাড়ে ৪টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে বৈঠক শুরু হয়। প্রায় ৩ ঘণ্টাব্যাপী বৈঠক হয়।
মন্ত্রিপরিষদ সচিব ওই দিন জানান, যে সব নিবন্ধিত রাজনৈতিক দল আছে, তাদের কাছ থেকে নাম চাইবো। তাদের কোনো পছন্দ আছে কি-না, প্রস্তাব আছে কি-না সেটা জানতে চাইবো। তারা ই-মেইল বা ওয়েবসাইটের মাধ্যমেও দিতে পারবে। ব্যক্তিগতভাবে কেউ দিতে চাইলেও দিতে পারবে। আইনে উল্লেখিত সময়ের মধ্যেই সার্চ কমিটি তার দায়িত্ব সম্পন্ন করবে বলে আশা প্রকাশ করেছেন সচিব।
মন্ত্রিপরিষদ সচিব জানান, বিশিষ্টজনদের সঙ্গে বৈঠক করবে সার্চ কমিটি। তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর কাছ থেকে মতামত ও নাম চেয়ে ই-মেইল যাচ্ছে। তাদের সঙ্গে কোনো বৈঠক হবে না। মন্ত্রিপরিষদ সচিব বলেন, মঙ্গলবার ৮ ফেব্রুয়ারি সার্চ কমিটি’র পরবর্তী বৈঠক অনুষ্ঠিত হবে।