ইস্পাত ও মেশিনারি পণ্যই বোঝাই জাহাজডুবি: ১৪ নাবিক জীবিত উদ্ধার
পায়রা সমুদ্রবন্দরের ফেয়ারওয়ে বয়ার কাছে ‘এমভি গালফ আরগো’ নামে একটি জাহাজ ডুবির ঘটনা ঘটেছে।
শুক্রবার কলকাতা থেকে চট্টগ্রাম আসার পথে এ ঘটনা ঘটে। জাহাজের ক্যাপ্টেন কাজী আব্দুল্লাহ আল মুহিত জানান, সাগর উত্তাল থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে জাহাজটি ডুবে যায়। খবর পেয়ে সমুদ্রে টহলরত বাংলাদেশ নৌবাহিনী জাহাজ ‘বানৌজা সাঙ্গু’ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ চালায়। এ সময় ১৪ নাবিককে জীবিত উদ্ধার করা হয়। জাহাজটির স্থানীয় এজেন্টের কর্মকর্তা জানান, জাহাজটিতে কোন প্রতিষ্ঠানের কী পরিমাণ পণ্য ছিল তা এখনও নিশ্চিত করা সম্ভব হয়নি। তবে ভেসে যাওয়া কনটেইনারগুলো উদ্ধারের পাশাপাশি ডুবে যাওয়া জাহাজ উদ্ধারের চেষ্টা চলছে।
নিউজ ডেস্ক/বিজয় টিভি