ঈদুল ফিতরের আগেই খালেদা জিয়ার মুক্তির দাবি জাতীয় ঐক্যফ্রন্টের
ঈদুল ফিতরের আগেই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবি জানিয়েছে জাতীয় ঐক্যফ্রন্টের শরিক দল গণফোরাম।
গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন ও সাধারণ সম্পাদক ড. রেজা কিবরিয়া এক বিবৃতিতে এ দাবি জানান। গণফোরামের দফতর সম্পাদক মোহাম্মদ আজাদ হোসেন স্বাক্ষরিত এক বিবৃতিতে দলটির শীর্ষ দুই নেতা বলেন, ‘ঈদের আগেই সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ সব রাজবন্দির মুক্তি দাবি করছি। এছাড়া সব হয়রানিমূলক মামলা প্রত্যাহার ও পুলিশি নির্যাতন বন্ধেরও আহ্বান জানাচ্ছি, যাতে সবাই পরিবার-পরিজন নিয়ে ঈদ আনন্দ উপভোগ করতে পারে।’
নিউজ ডেস্ক / বিজয় টিভি