ঈদুল ফিতরে আসছে সিয়াম-পূজার ‘শান’
২০১৯ সালে ঈদের উৎসবে সিনেমা হলে দেখা পাওয়ার কথা ছিল সিয়াম-পূজার ‘শান’ ছবিটির। কিন্তু শেষমেশ হলো না। ২০২০ সালে এসেও প্রেক্ষাগৃহে এলো না ছবিটি। অতিমারি করোনার কারণে ছবিটির পোস্ট প্রোডাকশনের মেয়াদ তরতর করে বেড়ে যেতেই থাকলো।
চলতি বছরের ৭ জানুয়ারি শান মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু করোনা সংক্রমণের কারণে সিনেমাটির মুক্তি স্থগিত করা হয়।
নির্মাতা এম রাহিমের প্রথম ফিচার ফিল্ম। ছবিতে তৃতীয় বারের মতো জুটি বেঁধেছেন সিয়াম ও পূজা চেরি। জুটি হিসেবে যে জুটি দর্শক-ভক্ত কিংবা সমালোচকের নজর বেশ ভালোভাবেই কেড়ে নিয়েছে তাদের প্রথম দুটি ছবির মধ্যদিয়ে।
নতুন খবর হল, আগামী ঈদুল ফিতরে মুক্তি পাচ্ছে সিয়াম আহমেদ ও পূজা চেরি অভিনীত অ্যাকশন থ্রিলার সিনেমা ‘শান’।
সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান গণমাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে। শানের গল্প লিখেছেন প্রযোজক আজাদ খান। চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন যৌথভাবে আজাদ খান ও নাজিম উদ দৌলা।
পুলিশ অফিসারের চরিত্রে সিয়াম ও গল্পে মানবপাচারে চক্রকে টার্গেট করতে যাওয়া এই নায়কের পর্দায় উপস্থাপন দর্শকের মধ্যে উদ্দীপনার খোরাককে উস্কে দিয়েছে।
সিয়াম ও পূজা ছাড়াও সিনেমাটিতে আরও অভিনয় করেছেন তাসকিন রহমান, সৈয়দ হাসান ইমাম, চম্পা, অরুণা বিশ্বাস। সবকিছু ঠিক থাকলে ঈদে বড় পর্দায় ধরা দিবে সিয়াম-পূজার নতুন রসায়ন।