ঈদুল ফিতর উপলক্ষে প্রতিদিন ঢাকায় দেয়া হবে ২৭ হাজার ট্রেনের টিকেট

১৪৬

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে প্রতিদিন ঢাকায় প্রায় ২৭ হাজার টিকিট দেওয়া হবে। যার অর্ধেক পাওয়া যাবে মোবাইল অ্যাপস থেকে আর বাকি অর্ধেক সংগ্রহ করতে হবে কাউন্টার থেকে।

বুধবার দুপুরে রেল ভবনে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। ২২ মে থেকে ঈদের অগ্রিম ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে। কমলাপুরসহ ঢাকার ৫টি জায়গা থেকে টিকিট দেওয়া হবে। একজন যাত্রী সর্বোচ্চ চারটি টিকিট নিতে পারবেন। টিকিট কেনার জন্য জাতীয় পরিচয়পত্র প্রদর্শন বাধ্যতামূলক। ফিরতি টিকিট পাওয়া যাবে ২৯ মে থেকে ২ জুন পর্যন্ত।

 

নিউজ ডেস্ক / বিজয় টিভি

You might also like