ঈদের দিন শাকিবের সঙ্গে থাকবেন পূজা চেরি!

১৩

ঢাকাই ছবির সুপারস্টার শাকিব খান। ভক্তরা এই নায়ককে তার ক্যারিয়ারের শুরুতে গ্রামীণ জনপদের সাদামাটা লুকে দেখেছেন। দর্শকরা এবার তাকে দেখবেন ‘গলুই’ সিনেমায়।

নির্মাতা এস এ হক অলিক নিশ্চিত করেছেন ঈদেই মুক্তি পাচ্ছে শাকিব-পূজার সিনেমা ‘গলুই’। নতুন খবর হল, এবার ঈদের দিনই শাকিবের সঙ্গে থাকবেন পূজা চেরি! মানে ঈদের দিনই দেশের প্রেক্ষাগৃহগুলোতে মুক্তি পাবে ছবিটি।

নৌকার গলুই থেকেই সিনেমার নামকরণ করা হয়েছে ‘গলুই’।  গলুই নৌকার গুরুত্বপূর্ণ অংশ, তাই এ গলুইয়ের সঙ্গে মানুষের জীবন, সম্পর্ক, পরিবার, রাষ্ট্রকে মিলিয়ে তৈরি করা হয়েছে চিত্রনাট্য।

গেল বছরের ২৮ ডিসেম্বর কোনো প্রকার আপত্তি ছাড়াই বা কর্তন ছাড়াই মুক্তির অনুমতি পেয়েছে সিনেমাটি।  সেন্সর বোর্ডে প্রদর্শনের পর এ অনুমতি দেওয়া হয়েছে।

করোনা অতিমারি কাছে অসহায় মানুষ! মানুষের বিনোদনের জন্য অভাব তৈরি হয়েছিল এই পরিস্থিতিতে। মুখ থুবড়ে পড়েছিল দেশের শোবিজ অঙ্গন। ঈদে মুক্তি প্রতীক্ষিত কোন সিনেমাই আর মুক্তি পেতে পারেনি।

অবশেষে করোনা পরিস্থিতি স্থিতিশীল হওয়ায় এবারের ঈদে মুক্তি পাচ্ছে মুক্তি প্রতীক্ষিত নতুন সিনেমা। এবার শাকিব-পূজা তাদের নতুন সিনেমা ‘গলুই’ নিয়ে ঈদের দিন থাকবেন বড়পর্দায়। ২০২০-২১ অর্থবছরে সরকারি অনুদান পেয়েছে ‘গলুই’।