ঈদের পর প্রেক্ষাগৃহে মাহি, ছাড়পত্র পেল ‘আশীর্বাদ’

২০২০ সালে শুটিং শুরু হয় নির্মাতা মোস্তাফিজুর রহমান মানিকের সিনেমা ‘আশীর্বাদ’-এর। ২০১৯-২০ অর্থবছরে সরকারি অনুদান পাওয়া সিনেমাটিতে জুটি বেঁধে অভিনয় করেছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি ও জিয়াউল রোশান।

ছবিটি এই জুটির প্রথম সিনেমা হতে যাচ্ছে। ২০২০ সালের ২৭ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছিল ছবিরটির শুটিং। এরপর শেষ করা হয় ছবিটির পুরোভাগের কাজ। মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে তৈরি হয়েছে সিনেমা কাহিনী।

নতুন খবর হল, প্রেক্ষাগৃহে মুক্তির অনুমতি পেল মোস্তাফিজুর রহমান মানিকের ‘আশীর্বাদ’। ঈদের পর মুক্তি পাবে ছবিটি। সম্প্রতি বিনা কর্তনে সেন্সর ছাড়পত্র পেয়েছে ছবিটি।

ছবির কেন্দ্রীয় নারী চরিত্রে রয়েছেন মাহিয়া মাহি। আতিত সময়কে তুলে ধরতে তার সাজেও কিছুটা পুরনো সাজ। ক্যারিয়ারে এই প্রথম তিনি অভিনয় করছেন পিরিওডিক সিনেমায়।

ছবিতে আসাদ নাম নিয়ে অভিনয় করছেন রোশান। বিশ্ববিদ্যালয়ের তরুণ ও উদীয়মান ছাত্রনেতা তিনি। সত্তর দশকের ছাত্র রাজনীতি, মুক্তিযুদ্ধ থেকে শুরু করে বর্তমান সময়ের পরিস্থিতি নিয়ে কয়েকটি ধাপে সিনেমাটির গল্প সাজানো হয়েছে।

সিনেমাটি প্রযোজনার পাশাপাশি এর কাহিনি ও চিত্রনাট্য লিখেছেন তাহেরা ফেরদৌস জেনিফার। সংলাপ লিখেছেন আব্দুল্লাহ জহির বাবু।

এদিকে, মাহি-রোশান ছাড়াও সিনেমাটিতে আরো অভিনয় করেছেন কাজী হায়াৎ, রেহানা জোলি, রেবেকা, সীমান্ত সহ অনেকে।