ঈদে আসছে সিয়াম ও রোশানের সঙ্গে পূজার সিনেমা ‘শান’ ও জ্বীন’

২৯

ঈদুল ফিতরে আসছে সিয়াম-পূজার ‘শান’। ২০১৯ সালে ঈদের উৎসবে সিনেমা হলে দেখা পাওয়ার কথা ছিল সিয়াম-পূজার ‘শান’ ছবিটির। কিন্তু শেষমেশ তা হয়নি। ২০২০ সালে এসেও প্রেক্ষাগৃহে আসেনি ছবিটি।

চলতি বছরের ৭ জানুয়ারি শান মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু করোনা সংক্রমণের কারণে সিনেমাটির মুক্তি স্থগিত করা হয়। এবার ঈদে বড় পর্দায় দেখা যাবে ছবিটি।

নির্মাতা এম রাহিমের প্রথম ফিচার ফিল্ম। ছবিতে তৃতীয় বারের মতো জুটি বেঁধেছেন সিয়াম ও পূজা চেরি। শানের গল্প লিখেছেন প্রযোজক আজাদ খান। চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন যৌথভাবে আজাদ খান ও নাজিম উদ দৌলা।

২০১৯ সালের শুরুতে শুরু হওয়া জাজ মাল্টিমিডিয়ার একমাত্র চলচ্চিত্র ‘জ্বীন’। ধরনের বিচারেও ছবিটি বাংলাদেশের জন্য একেবারে আলাদা প্রেক্ষাপটের ছবি। ছবিতে আছেন রোশান-পূজা-সজল সহ অনেকে। ছবিটির মুক্তি দীর্ঘদিন আটকে ছিল।

ইসলাম ধর্মে যে জিন-পরীর সম্পর্কে বলা আছে সেটিই মূলত উঠে আসবে এর গল্পে। ছবিটি তৈরি হয়েছে গ্রামীণ আবহে। যেখানে জিনকে কেন্দ্র করে অতিপ্রাকৃত ঘটনা তুলে ধরা হবে। এবারের ঈদে দেখা যাবে এই ছবিটি।

জাজ মাল্টিমিডিয়ার টার্গেট এবারের ঈদ। ঈদে হল খোলা থাকলে সিনেমা ‘শান’ ও ‘জ্বীন’ আসবেই। সবকিছু ঠিক থাকলে এই ঈদে বড় পর্দায় দেখা যাবে হালের ক্রেজ সিয়াম ও রোশানের সঙ্গে নায়িকা পূজা চেরির ক্যারিশমাটিক স্ক্রিনিং।