ঈদে কোনো ধরনের নিরাপত্তা হুমকি নেই বলে জানিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার
ঈদুল ফিতরকে কেন্দ্র করে নগরে কোনো ধরনের নিরাপত্তা হুমকি নেই বলে জানিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মাহাবুবর রহমান।
সোমবার নগরীর জমিয়তুল ফালাহ ঈদগাহ মাঠ পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান। এ সময় উপস্থিত ছিলেন সিএমপির অতিরিক্ত কমিশনার আমেনা বেগম, উপ-কমিশনার এস এম মেহেদী হাসান সহ আরো অনেকে। ঈদের ছুটিতে আর্থিক প্রতিষ্ঠান ও আবাসিক এলাকায় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান তিনি।
নিউজ ডেস্ক / বিজয় টিভি