ঈশ্বরদীতে প্রাইভেটকার-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত
পাবনার ঈশ্বরদীতে প্রাইভেটকার ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মেহেদি হাসান মিঠু (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন আরও পাঁচজন।
সোমবার সকালে দাশুড়িয়া-কুষ্টিয়া আঞ্চলিক সড়কের জয়নগর আমন্ত্রণ হোটেলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মিঠু উপজেলার সলিমপুর ইউনিয়নের মিরকামারি গ্রামের মন্টু সরদারের ছেলে। তিনি সিএনজিচালিত অটোরিকশার চালক ছিলেন। আহতদের নাম-ঠিকানা জানা যায়নি।
পাকশী হাইওয়ে থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন বলেন, নিহত মেহেদি হাসান মিঠুর মরদেহ পুলিশি হেফাজতে রয়েছে। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। প্রাইভেটকার ও সিএনজি জব্দ করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।