উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট দেওয়ার আহ্বান হাসিনা মহিউদ্দিনের
চট্টগ্রামের উন্নয়েনের ধারা অব্যাহত রাখতে আসন্ন ২৭ জানুয়ারি চট্টগ্রাম সিটি নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভানেত্রী হাসিনা মহিউদ্দিন।
আজ শুক্রবার বিকালে নগরীর ১৯ নং বাকলিয়া ওয়ার্ডের চর চাক্তাই নয়া মসজিদ এলাকায় শ্রমিকলীগের আয়োজনে কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে নগরবাসীর প্রতি তিনি এ আহ্বান জানান। শমিরুল ইসলাম তুহিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নগর শ্রমিকলীগ নেতা আবুল হোসেন আবু, ১৯ নং ওয়ার্ডের আওয়ামীলীগ মনোনীত কাউন্সিলর প্রার্থী মো. নুরুল আলম মিয়া, নারী কাউন্সিলর প্রার্থী শাহীন আক্তার রোজী, আওয়ামীলীগ নেতা আব্দুল মান্নান।
এসময় হাসিনা মহিউদ্দিন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে উন্নয়নের মহাযজ্ঞ চলছে। সেই উন্নয়ন চট্টগ্রামও বাদ যায়নি। এখানে ব্যাপক উন্নয়নের ফলে চট্টগ্রামের দৃশপট পাল্টে দিয়েছেন তিনি। এ উন্নয়নের ধারা অব্যহত রাথতে আসন্ন চসিক নির্বাচনে আওয়ামীলীগের মনোনীত মেয়র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা এম রেজাউল করিম চৌধুরীকে নৌকা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছি।