উন্নয়নের স্বার্থেই নৌকায় ভোট দিন : মমতাজ উদ্দিন

৩৮৮

বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মমতাজ উদ্দিন বলেছেন, আগামী সংসদ নির্বাচনে গাবতলী-শাজাহানপুর এলাকার উন্নয়নের স্বার্থেই আওয়ামী লীগ মনোনীত প্রার্থীকে নৌকা মার্কার প্রতিকে ভোট দিতে হবে।

প্রধান অতিথি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। দেশের সব সেক্টরেই উন্নয়নের ছোঁয়া লেগেছে। তাই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারও নৌকা মার্কায় ভোট দিয়ে বিজয় করতে হবে।

বগুড়ার গাবতলী উপজেলার মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ মাঠে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত যৌথ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি এএইচ আজম খানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি টিএম মুসা পেস্তা, বগুড়া বিএমএ’র সভাপতি ডাক্তার মোস্তফা আলম নাননু, ইইপি চেয়ারম্যান এসোসিয়েশনের সভাপতি লতিফুল বারী মিন্টু।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা আল রাজি জুয়েল, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মিল্টন হোসাইন ও সাবেক সাধারণ সম্পাদক রোহন প্রমুখ।

নিউজ ডেস্ক / বিজয় টিভি

You might also like