উপজেলা পর্যায়ে ফুলতলায় শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক মো: সোহাগ হোসেন

১৯৩

জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ এর ফুলতলা উপজেলা পর্যায়ে প্রথমবারের মতো শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক (মাধ্যমিক বিদ্যালয়) নির্বাচিত হয়েছেন শিরোমনি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো: সোহাগ হোসেন।

সারাদেশে চলমান জাতীয় শিক্ষা সপ্তাহের আওতায় খুলনা জেলার ফুলতলা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস থেকে এ ফলাফল ঘোষণা করা হয়। এতে, শিরোমনি মাধ্যমিক বিদ্যালয়ের গণিত বিষয়ের সহকারী শিক্ষক মো: সোহাগ হোসেন মাধ্যমিক পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হন।

খুলনার কয়রা উপজেলার মো: আতিয়ার রহমান ও নাহারুল ইসলাম দম্পতির এই কৃতি সন্তান খুলনা বিশ্ববিদ্যালয় থেকে ফলিত গণিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। শিক্ষা জীবনের সকল ক্ষেত্রেই তিনি কৃতিত্বের স্বাক্ষর রাখেন। শিক্ষকতার পাশাপাশি বর্তমানে তিনি খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উচ্চতর ডিগ্রিতে অধ্যয়নরত রয়েছেন।

কর্মজীবনে তিনি পাঞ্জেরী পাবলিকেশন্স লিমিটেড ও ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এর গণিত বিভাগে কর্মরত ছিলেন। জার্মানির ল্যাম্বার্ট একাডেমিক পাবলিশিং থেকে ২০১৫ সালে গণিত বিষয়ক তার একটি বইও প্রকাশিত হয়। এছাড়া খ্যাতনামা বেশ কয়েকটি আন্তর্জাতিক জার্নালেও তার আর্টিকেল প্রকাশিত হয়েছে।

এদিকে, তার এই সাফল্যে ফুলতলা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের কমকর্তা-কর্মচারীবৃন্দ, শিরোমনি মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি শেখ আকরাম হোসেন, প্রধান শিক্ষক মনিরা পারভীন, সহকারী প্রধান শিক্ষক রমা বিশ্বাসসহ বিদ্যালয়ের অন্যান্য সহকারী শিক্ষক-কর্মচারীবৃন্দ এবং শিক্ষার্থীরা তাকে অভিনন্দন জানিয়েছেন। এছাড়া পরবর্তী ধাপগুলোকে শিক্ষক মো: সোহাগ হোসেন ধারাবাহিকভাবে সফলতা অর্জন করবে বলেও আশাবাদ ব্যক্ত করা হয়েছে।