উয়েফা নেশন্স লিগেও ব্যর্থ জার্মানি।৩-০ গোলে নেদারল্যান্ডের বিধ্বস্ত হয়ে গ্রুপ ১-এ দুই ম্যাচে পয়েন্ট সংগ্রহ করেন মাএ ১।

১০২

জামার্নদের বিপক্ষে পুরোপুরি সুযোগের সদ্ব্যবহার করে খেলেছে ডাচরা। অথচ এই দলটাই বাছাইর্ পব পার হয়ে খেলতে পারেনি বিশ্বকাপ।

এতদনি এই এতদিন এই জামার্নদের সামনে খেই হারাতো।সাবেক বিশচ্যাম্পিদের বিপক্ষে ১৬ বছরের খরা কাটিয়ে তাদের বধ্বস্তি করেছে দারুণ র্প্রদশনতে।

অথচ বল দখলের লড়াইয়ে পুরো মাঠ দাপিয়ে বেরিয়েছিল জার্মানি।তাদের সেই দাপিয়ে বেরানো ডাচরা র্ব্যথ করে দিয়েছে পাল্টা আক্রমণে । ৩০ মিনিটে আক্রমণে র্কনার থেকে বল পেয়ে হেড করে গোল করে দলকে এগিয়ে নেন ভোরজলি ভন ডাইক।

যে দলটি বিশ্বকাপের বাছাই পর্ব পার হতে পারেনি, ১৬ বছর ধরে জয় পায়নি সাবেক বিশ্বচ্যাম্পিয়ানদের বিপক্ষে। সেই খরা কাটিয়ে দারুন প্রদর্শনের মাধ্যমে বিশাল জয় লাভ করেন ডাচরা।

নিউজ ডেস্ক / বিজয় টিভি

You might also like