এইচএসসি পরীক্ষার উত্তরপত্র পুনঃনিরীক্ষণের আবেদন শিক্ষার্থীদের
চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীনে অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষার ৫৪ হাজার ২৭৫টি উত্তরপত্র পুনঃনিরীক্ষণের আবেদন করেছে শিক্ষার্থীরা। এর মধ্যে সবচেয়ে বেশি আবেদন পড়েছে ইংরেজি বিষয়ে।
বৃহস্পতিবার চট্টগ্রাম শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ মাহবুব হাসান এ তথ্য জানান। পরীক্ষা নিয়ন্ত্রক বলেন, ১৭ জুলাই প্রকাশিত ফলাফলে যারা অকৃতকার্য হয়েছে অথবা আশানুরূপ ফলাফল পায়নি,তারাই মূলত শিক্ষাবোর্ড নির্ধারিত সময়ে পুনঃনিরীক্ষণের এ সব আবেদন করেছে। এবার ১৬ হাজার ৬৭৬ জন পরীক্ষার্থী এইচএসসির ৫৪ হাজার ২৭৫টি উত্তরপত্র পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করেছে। আগামী ১০ আগস্ট পুনঃনিরীক্ষণের ফলাফল প্রকাশিত হবে।
নিউজ ডেস্ক / বিজয় টিভি