এইচএসসি পরীক্ষা পুনঃনিরীক্ষণে ৩৬৫ পরীক্ষার্থীর ফল পরিবর্তন

১২৬

এইচএসসি পরীক্ষার উত্তরপত্র পুনঃনিরীক্ষণের ফলাফল প্রকাশ করেছে চট্টগ্রাম শিক্ষাবোর্ড। শুক্রবার শিক্ষা বোর্ডের নিজস্ব ওয়েবসাইটে এ ফলাফল প্রকাশ করা হয়।

প্রকাশিত ফলাফলে পুন:নিরীক্ষণের আবেদন করা ১৬ হাজার ৬৭৬ জন পরীক্ষার্থীর মধ্যে ৩৬৫ জন পরীক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে বলে জানিয়েছেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক। বলেন, উত্তরপত্র পুনঃনিরীক্ষণ পরে গ্রেড পরিবর্তন করা হয়েছে ২৯৭ পরীক্ষার্থীর। এর মধ্যে নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ২৪ জন। অন্যদিকে অকৃতকার্য থেকে কৃতকার্য হয়েছেন ৪৭ পরীক্ষার্থী। এর আগে ১৭ জুলাই প্রকাশিত এইচএসসির ফল পুন:নিরীক্ষণ চেয়ে ১৮ জুলাই থেকে ২৪ জুলাই পর্যন্ত ১৬ হাজার ৬৭৬ জন পরীক্ষার্থী আবেদন করে। আবেদনের প্রেক্ষিতে ৫৪  হাজার ২৭৫ টি উত্তরপত্র পুন:নিরীক্ষণ করা হয়।

নিউজ ডেস্ক / বিজয় টিভি

You might also like