এইচ এম এরশাদের তৃতীয় জানাযা সম্পন্ন
সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদের তৃতীয় নামাজে জানাযা সম্পন্ন হয়েছে। সোমবার বাদ আসর বায়তুল মোকারকম মসজিদে জানাযা হয়। এর আগে সকাল সাড়ে ১০টায় সংসদ ভবনের টানেলে ২য় জানাযায় অংশ নেন রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদসহ বিভিন্ন রাজনৈতিক দলের নের্তৃবৃন্দ। পরে তার মরদেহ নেয়া হয় কাকরাইলের দলীয় কার্যালয়ে। সেখানে তার প্রতি শ্রদ্ধা জানান দলীয় নেতা-কর্মীসহ সর্বস্তরের মানুষ।
নিউজ ডেস্ক / বিজয় টিভি