এক মাসের মধ্যে চট্টগ্রাম ওয়াসার সুয়্যারেজ প্রকল্পের কাজ শুরু

২৯

আগামী এক থেকে দেড় মাসের মধ্যে চট্টগ্রাম ওয়াসার সুয়্যারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট প্রকল্পের কাজ শুরু হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম।

বুধবার (১৬ মার্চ) চট্টগ্রামে শেখ হাসিনা পানি শোধনাগার-২ প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।

মন্ত্রী বলেন, চট্টগ্রাম ওয়াসার সুয়্যারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট প্রকল্পের অনুমোদন করেছেন মাননীয় প্রধানমন্ত্রী। ঠিকাদার নিয়োগ করা হয়েছে। ঠিকাদার দ্রুত কাজ শুরু করবেন। আশা করি কিছুদিন পর সুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট প্রকল্পের কাজ শুরু হবে।

তিনি বলেন, চট্টগ্রামের সব জায়গায় এখন ওয়াসার পানি সরবরাহ করা হচ্ছে। আমাদের জীবনযাত্রার মান উন্নত হচ্ছে, শিল্পায়ন হচ্ছে। সামনে পানির প্রয়োজনীয়তা আরও বাড়বে। সে কারণে আমাদের আরও নতুন নতুন প্রকল্প নিতে হবে। আজকের এই প্রকল্পের উদ্বোধনের ফলে নগরবাসী আরও সুবিধা পাবে।

স্থানীয় সরকার মন্ত্রী বলেন, কর্ণফুলী থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদে সবাইকে এগিয়ে আসতে হবে। কর্ণফুলীতে অবৈধ স্থাপনা উচ্ছেদের পাশাপাশি উচ্ছেদ করা স্থানকে সংরক্ষণ করতে হবে। যাতে উচ্ছেদের পরপর জায়গা পুনর্দখল হয়ে না যায়। কর্ণফুলী থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে সামনেও উচ্ছেদ করা হবে।

এর আগে চট্টগ্রাম ওয়াসার মেগা প্রকল্প শেখ হাসিনা পানি শোধনাগার-২-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। এ শোধনাগারের দৈনিক উৎপাদন ক্ষমতা ১৪ কোটি ৩০ লাখ লিটার।

দুপুরে প্রকল্পের উদ্বোধন ঘোষণা করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চট্টগ্রাম নগরীর হোটেল রেডিসন ব্লুতে আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়েছিলেন প্রধানমন্ত্রী।

You might also like