এক লাখ পরিবারকে যৌথভাবে সাহায্য করবেন অভিতাভ

৯৭

বলিউড তাকে দিয়েছে যশ-খ্যাতি-প্রাচুর্য। অভিনয় আর অভিজ।হতার গুণে হয়েছেন বলিউডের শাহেনশাহ। তিনি অমিতাভ বচ্চন। বলিউড থেকে পেয়েছেন অনেক। তাই বলিউড পরিবারের ক্রান্তিকালে তার দায়িত্ব অনেক।

করোনাভাইরাস মহামারির কারণে এখন সবখানেই শুটিং বন্ধ। এতে করে সিনেমার নায়ক নায়িকারা অর্থ কষ্টে খুব বেশি না পরলেও, প্রচন্ড সমস্যায় পড়েছেন ক্যামেরার পেছনের মানুষগুলো। এবার তাদের জন্য এগিয়ে এলেন বিগ বি সঙ্গে সনি পিকচার্স নেটওয়ার্কস ও কল্যাণ জুয়েলার্স।

অল ইন্ডিয়া ফিল্ম এমপ্লয়িজ কনফেডারেশনের ১ লাখ চলচ্চিত্র ও টেলিভিশনকর্মীর পরিবারকে প্রতি মাসে রেশন দেবেন তারা।

এ উদ্দেশ্যে সম্প্রতি ‘ফ্যামিলি’ নামের একটি অডিও ভিডিও প্রকাশ করা হয়েছে অনলাইনে। যার যার ঘরে থেকেই এই অডিও-ভিডিওতে অভিনয় করেছেন জনীকান্ত, প্রিয়াঙ্কা চোপড়া, আলিয়া ভাট, চিরঞ্জীবী, প্রসেনজিৎসহ অনেকে।

ভিডিওটির শেষভাগে এই ক্যামেরার পেছনের মানুষদের সহায়তার এই উদ্যোগের কথা জানিয়েছেন বলিউড শাহেনশাহ। একই সঙ্গে করোনা মোকাবিলায় ঘরে থাকার জন্য আহ্বান জানিয়েছেন অমিতাভ বচ্চন।

You might also like