এতো সুন্দর নির্বাচন আগে কখনো হয়নি: এইচ টি ইমাম
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মতো সুন্দর সমন্বয়, শৃঙ্খলা আগে কখনো হয়নি। ভবিষ্যতে যাতে এই শৃঙ্খলা ধরে যায়, সেই চেষ্টা থাকবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম।
দুপুরে আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ কথা বলেন এইচ টি ইমাম।
বলেন, এবারের নির্বাচনের মতো এত বড় আকারের নির্বাচন বাংলাদেশে আর কখন হয়নি। এত বিশাল সংখ্যক মানুষকে একত্র করে সমন্বয় করা, এবারের মতো এত সুন্দর সমন্বয় আগে কখনো হয়নি। এটি সবচেয়ে গর্বের বিষয়।
সরকারের পক্ষ থেকে কমিশনকে সহায়তা করার যে বিষয়গুলো ছিল, প্রত্যেকটি কাজ সরকার করেছেও বলে জানান তিনি ।
নিউজ ডেস্ক / বিজয় টিভি