এফডিসি এখন পরিত্যক্ত পাটকলের মতো: শাকিব

১১

একসময় দেশীয় চলচ্চিত্র ছিল এফডিসি কেন্দ্রিক। তবে প্রতিষ্ঠানটির সোনালি সময় এখন আর নেই। চলচ্চিত্র নির্মাণের আঁতুড়ঘরটি আজকাল যেন পরিণত হয়েছে সমিতি চর্চা কেন্দ্রে। এমনটাই মনে করছেন ঢালিউড কল্পরাজ্যের সুপারস্টার শাকিব খান। সম্প্রতি গনমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে ঢাকাই কিং খান বলেছেন, ‘এফডিসি এখন হয়েছে পরিত্যক্ত পাটকলের মতো।’

এ বিষয়ে শাকিব আরও বলেছেন, ইদানিং অনেকে কাজ বাদ দিয়ে সমিতিনির্ভর হয়ে পড়েছে। এফডিসি হয়ে গেছে এখন চলচ্চিত্র নয়, সমিতিনির্ভর একটি প্রতিষ্ঠান। তবে আমার বিশ্বাস এই সংকট অচিরেই কেটে যাবে। এ জন্য দরকার চলচ্চিত্রের প্রত্যেকের কাজের প্রতি সততা ও ডেডিকেশন।’

চলচ্চিত্রের স্বর্ণযুগ হারানোর নেপথ্যে স্টার সংকট, যোগ্য পরিচালকের অভাবের মান সম্মত সিনেমা কম নির্মিত হওয়া, অশ্লীলতা, পাইরেসি দায়ী বলে মনে করেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা। এসবের কারণে ধীরে ধীরে মানুষ সিনেমা হল বিমুখ হয়েছে। এরইমধ্যে বাধ্য হয়ে শত শত সিনেমা হল বন্ধ হয়ে গেছে।

এদিকে, গত ৯ মার্চ জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২১ প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন, ‘সিনেমা একজন মানুষের জীবনকে পাল্টে দিতে পারে, সমাজকে পাল্টে দিতে পারে। তাই  কারও অনুকরণ না করে মানসম্মত সিনেমা তৈরিতে সংশ্লিষ্টদের মনোযোগ দিতে হবে।’

পাশাপাশি প্রধানমন্ত্রী আগামী বাজেটে সরকারি অনুদান প্রাপ্ত সিনেমাগুলোর টাকার পরিমাণ আরও বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে বলেও জানিয়েছিলেন। প্রধানমন্ত্রীর এমন কথায় মুগ্ধ শাকিব। তার ভূয়সী প্রশংসা করে এ সুপারস্টার বলেছেন, ‘আমাদের প্রধানমন্ত্রী সবসময়ই শিল্প-সংস্কৃতি আর চলচ্চিত্রবান্ধব। তাই দৃঢ়ভাবে বলতে চাই, প্রধানমন্ত্রী সব সেক্টরের উন্নয়নে শতভাগ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

বর্তমানে শাকিব অভিনীত মুক্তির অপেক্ষায় আছে বদিউল আলম খোকন পরিচালিত ‘আগুন’ও তপু খানের ‘লিডার: আমিই বাংলাদেশ’ সিনেমা দুটি। আগামী ঈদুল ফিতরে সিনেমাগুলো মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে।

You might also like