এবার চমক দিলেন মিমি

১৮৩

আংটিবদল করে সবাইকে চমকে দিয়েছিলেন রাজ। সেই চমকের রেশ ধরে এবার সবাইকে তাক লাগিয়ে দিলেন মিমি। সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন নায়িকা।

যার ক্যাপশনে তিনি লিখেছেন মা-ও ছেলে ছবি কোনও ফিলটারের দরকার নেই। নায়িকার ছেলেকে দেখেই চমকে গিয়েছেন সাইবার বাসীর। মিমি যে পশুপ্রেমী তা অনেকেই জানে। তবে ছেলে সম্বোধনে চমকে গিয়েছেন অনেকে।

প্রসঙ্গত দিন কতক আগে বন্ধুদের সঙ্গে ব্যাংকক থেকে ভেকেশন সেরে ফিরলেন। সঙ্গে এনেছিলেন প্রচুর উপহার। গিফট দেওয়ার তালিকায় সবার আগে মিমির দুই সন্তানের নাম।

সন্তান মানে নিশ্চই বুঝেছেন কাদের কথা হচ্ছে। তাঁর দুটি আদরের কুকুর, ম্যাক্স এবং চিকু। সূত্রের খবর অনুযায়ী মিমি জানান, “ব্যাংককে গিয়ে ওদের জন্য আমি প্রচুর শপিং করেছি। ওরা লাইটিং বল খুব পছন্দ করে। সেটাই বেশি করে নিয়েছি।”

 

নিউজ ডেস্ক / বিজয় টিভি

You might also like