এবার নির্বাচনে না আসলে বিএনপির অস্তিত্ব থাকবেনা:মুজিবুল হক

৩০২

নির্বাচনে কে আসবে আর কে আসবেনা এটা দেখার বিষয় নয়। জোর করেও কাউকে নির্বাচনে আনা সম্ভব নয়। বিএনপি যদি এবারের নির্বাচনে না আসে তাহলে তাদের কোন অস্তিত্বই থাকবেনা।

শনিবার বিকেলে মেহেরপুর মুজিবনগর পরিদর্শনকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা  বলেছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রনালয়ের প্রতি মন্ত্রী মুজিবুল হক এমপি।

এছাড়াও এসময় তিনি জানান, জোটবদ্ধ নির্বাচন নয়, ৩০০ আসনেই প্রার্থী দেবে জাতীয় পার্টি। প্রার্থী দিতে পারলেই জনগন তাদের ভোট দিয়ে সরকার গঠনের সুযোগ করে দেবেন।

এ সময় মুজিবনগরের মুক্তিযুদ্ধ বিষয়ক বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন তিনি। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন ঐ মন্ত্রনালয়ের সচিব আফরোজা খান। আরো উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আনোয়ার হোসেন, পুলিশ সুপার আনিছুর রহমান।

 

নিউজ ডেস্ক / বিজয় টিভি

You might also like