এবার ‘পাঠান-টু’ নিয়ে আসছেন শাহরুখ!
বলিউড বাদশাহ শাহরুখ খান অভিনীত ‘পাঠান’ সিনেমাটি মুক্তির আগেই এর বিরুদ্ধে হিন্দু ধর্মানুভূতিতে আঘাতের অভিযোগ উঠেছিল। বজরং দলের সদস্যরা শাহরুখকে হত্যার হুমকিও দিয়েছিল। তবে সব বাধা উপেক্ষা করে গত ২৫ জানুয়ারি বিশ্বজুড়ে মুক্তি পেয়েছে এই সিনেমাটি। মুক্তির পর থেকেই বলিউড বক্স অফিসে একের পর এক নজির গড়েই যাচ্ছে পাঠান ছবিটি। শোনা যাচ্ছে, এ সিনেমাটি প্রথম পাঁচ দিনেই আয় করেছে ৫০০ কোটি রুপিরও বেশি।
আলোচনা-সমালোচনার কারনে এতদিন ‘পাঠান’ চলচ্চিত্রটি নিয়ে গণমাধ্যমের কাছে মুখ খোলেননি শাহরুখ খান। তবে গত সোমবার এক সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে সব প্রশ্নেরই উত্তর দিলেন তিনি। ধর্মানুভূতিতে আঘাত প্রসঙ্গে বলিউড বাদশাহ বলেন, “আমরা যখনই কোনো ছবি তৈরি করি, তা একেবারেই হয় ভালোবাসা ছড়িয়ে দেওয়ার জন্য। যদি কোনো খলনায়কের চরিত্রে অভিনয় করি, তখনও একই উদ্দেশ্য থাকে। কারও ধর্মে অথবা মনে আঘাত দেওয়া আমাদের উদ্দেশ্য নয়। শুধু মানুষকে আনন্দ দিতে চাই।
তিনি আরও বলেন, আমি বরাবরই চেয়েছিলাম, ঘৃণার সঙ্গে নয়, সিনেমাটি মুক্তি পাক ভালোবাসাকে সঙ্গে নিয়ে। অবশেষে সেটাই ঘটেছে তাই সৃষ্টিকর্তাকে অনেক ধন্যবাদ। আর অভিনেত্রী দীপিকা বলেন, আমরা ভারতবাসীকে ভালোবাসি এবং তাদের ভালোবাসা দিতে চাই।
এদিকে ‘পাঠান’ সিনেমার দ্বিতীয় কিস্তি নির্মাণের ঘোষণা দিয়েছেন শাহরুখ খান। এ সিক্যুয়ালে আরও ভালো কাজের প্রতিজ্ঞাও করেন তিনি। তবে কবে নাগাদ এই চলচ্চিত্রটির কাজ শুরু হবে সে বিষয়ে বিস্তারিত জানাননি বলিউড বাদশাহ।