এবার শরিফুল রাজের নায়িকা হলেন বুবলী

১১

প্রথমবারের মতো জুটি বেঁধে অভিনয় করছেন চিত্রনায়িকা শবনম বুবলী ও অভিনেতা শরিফুল রাজ। এবার বড়পর্দায় দেখা যাবে তাদের নতুন রসায়ন। ‘দেয়ালের দেশ’ নামে একটি নতুন ছবির মাধ্যমে তারা একসঙ্গে অভিনয় করছেন। জানা গেছে, শিগগিরই বুবলী ও রাজের লুক প্রকাশের মাধ্যমে বিস্তারিত জানাবে ‘দেয়ালের দেশ’ নির্মাণের সঙ্গে সংশ্লিষ্টরা।

জানা গেছে, বুবলী ও শরিফুল রাজ ইতোমধ্যে একসঙ্গে শুটিং শুরু করেছেন। সরকারি অনুদানপ্রাপ্ত এ ছবিটি পরিচালনা করছেন মিশুক মনি নামে নবীন এক নির্মাতা। জানা গেছে, ২৪ মার্চ থেকে বুবলী-রাজ ‘দেয়ালের দেশ’ ছবির শুটিং শুরু করেন। এর মধ্যে দুদিন তারা রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে শুটিং করেছেন।

২০১৬ সালে শাকিব খানের ‘বসগিরি’ ছবির মাধ্যমে চলচ্চিত্রে আসেন বুবলী। পরে শাকিবের সঙ্গে একাধিক ছবি করে আলোচিত হন এই নায়িকা।

মডেলিং থেকে ২০১৬ সালে রেদওয়ান রনির ‘আইসক্রিম’ ছবির মাধ্যমে ঢাকাই ছবিতে আসেন  শরিফুল রাজ। পরে অভিনয় করেন তানিম রহমান অংশুর ‘ন ডরাই’ ছবিতে। সবশেষ মুক্তি পেয়েছে রাজের ‘গুণিন’ ছবিটি। এদিকে, মুক্তির অপেক্ষায় আছে পরাণ, হাওয়া ছবিগুলো।