এবিএম মহিউদ্দিন চৌধুরী ফাউন্ডেশনে’র উদ্যোগে শীতবস্ত্র ও কম্বল বিতরণ

১০২

‘আলহাজ্ব এবিএম মহিউদ্দিন চৌধুরী ফাউন্ডেশনে’র উদ্যোগে দুঃস্থ ও পথ শিশুদের মাঝে শীতবস্ত্র ও কম্বল বিতরণ করা হয়েছে।

গতকাল (রোববার) বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ‘মেট্রোপলিটন চেম্বার অফ কমার্স’ এর নব-নির্বাচিত পরিচালক ও ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক বোরহানুল হাসান চৌধুরী সালেহীন।

চট্টগ্রাম বেসরকারি কারা পরিদর্শক আজিজুর রহমান আজিজের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন, সাজিদ, সাকিব চৌধুরীসহ আরো অনেকে।

এ সময় বক্তারা বলেন, যখনই চট্টগ্রামের মানুষ কোন সমস্যায় পরতো তখনই তাদের পাশে এসে দাঁড়িয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিতো বীর চট্টলার সিংহপুরুষ মহিউদ্দিন চৌধুরী। ঠিক তেমনি শীতের রাতে কষ্ট পাওয়া ভাসমান মানুষগুলোর পাশে দাঁড়িয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে মহিউদ্দিন চৌধুরী ফাউন্ডেশন।

নিউজ ডেস্ক/বিজয় টিভি

You might also like