এবিএম মহিউদ্দিন চৌধুরী ফাউন্ডেশনের উদ্যোগে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের জিইসি ক্যাম্পাসে মাসব্যাপী ইফতারের আয়োজন
চট্টলবীর এবিএম মহিউদ্দিন চৌধুরী ফাউন্ডেশনের উদ্যোগে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের জিইসি ক্যাম্পাসে মাসব্যাপী ইফতারের আয়োজন করা হয়েছে।
বুধবার দ্বিতীয় দিনে প্রায় দেড় হাজার মুসল্লি ইফতারে অংশগ্রহণ করেছেন। ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক বোরহানুল হাসান চৌধুরী সালেহীনের তত্ত্বাবধানে ইফতার মাহফিলে মোনাজাত পরিচালনা করেন মাওলানা মুহাম্মদ মোরশেদুল কাদেরী। এ সময় বোরহানুল হাসান চৌধুরী সালেহীন বলেন, দোয়া ও ইবাদতের মাধ্যমে পবিত্র রমজান মাস আমাদের যে আত্মশুদ্ধির পথ দেখিয়েছে তাকে অনুসরণ করলেই মানবতার জয় হবে। ইফতার গ্রহণ শেষে মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন এবং এবিএম মহিউদ্দিন চৌধুরীর জন্য দোয়া কামনা করেন তিনি।
নিউজ ডেস্ক / বিজয় টিভি