এমএ আজিজে সাকিবের সংবর্ধনার প্রস্তুতি চূড়ান্ত

১১৪

এমএ আজিজ স্টেডিয়ামে বিশ্বকাপ ক্রিকেটে অসাধারণ পারফরমেন্সের জন্য বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের সংবর্ধনার প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

আগামীকাল (মঙ্গলবার) বিকেল চারটায় চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট কমিটির উদ্যোগে বর্ণাঢ্য এ সংবর্ধনা দেওয়া হবে। মেয়র আ জ ম নাছির উদ্দীন সাকিবকে ‘নগর চাবি’ উপহার দেবেন। দেশের প্রথম কোনো খেলোয়াড়কে এ চাবি দিয়ে সম্মান জানাবেন মেয়র। বিকেলে চট্টগ্রাম সিটি করপোরেশনের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলন করে এ সব তথ্য জানান সংবর্ধনা কমিটির আহ্বায়ক আলী আব্বাস। এর আগে ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জিকে নগর চাবি দেওয়া হয়।

নিউজ ডেস্ক / বিজয় টিভি

You might also like