এরশাদকে যতদিন সম্ভব লাইফ সাপোর্টে রাখা হবে- জি এম কাদের
জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদকে যতদিন সম্ভব লাইফ সাপোর্টে রাখা হবে বলে জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জি এম কাদের।
বৃহস্পতিবার দুপুরে দলের বনানী কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। এ সময় তিনি জানান, এরশাদের অবস্থা এখনো অপরিবর্তিত। সর্বোচ্চ চিকিৎসা দেয়া হচ্ছে তাকে। তবে এই মুহূর্তে দেশের বাইরে নেয়া ঝুঁকিপূর্ণ বলে জানিয়েছেন সিঙ্গাপুরের চিকিৎসকরা। কৃত্রিমভাবে এরশাদের অঙ্গ প্রত্যঙ্গ সচল রাখা হয়েছে বলেও জানান তিনি।
নিউজ ডেস্ক / বিজয় টিভি