এরশাদের শারীরিক অবস্থা উন্নতির দিকে

১২৩

জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদের শারীরিক অবস্থা অপরিবর্তিত আছে বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।

শনিবার দুপুরে জিএম কাদের জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে এরশাদের শারীরিক অবস্থা গণমাধ্যম কর্মীদের সামনে ব্রিফ করেন । গণমাধ্যম কর্মীদের এক প্রশ্নের জবাবে কাদের বলেন , সিএমএইচের চিকিৎসকেরা এরশাদের পরীক্ষা- নিরীক্ষার সকল রির্পোট সিঙ্গাপুরে পাঠিয়েছেন। কিন্তু সিঙ্গাপুরের বিশেষজ্ঞরা এরশাদকে সিঙ্গাপুরে পাঠানোর বিষয়ে নিরুৎসাহিত করেছেন। তিনি আরো বলেন , কৃত্রিম ভাবে এরশাদের শ্বাস- প্রশ্বাস চলছে , শারীরিক অবস্থা স্বাভাবিক হলে কৃত্রিম সার্পোট খুলে ফেলা হবে। এর আগে গত ২২ জুন থেকে এরশাদ সম্মিলিত সামরিক হাসপাতালে চিকৎসাধীন রয়েছে।

নিউজ ডেস্ক / বিজয় টিভি

You might also like