এশিয়া কাপ থাকছে যেসব চ্যানেলে

২২১

আগামী ১৫ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে এশিয়া কাপের ১৪তম আসর। বাংলাদেশসহ এশিয়ার মোট ৬টি দেশ অংশ নেবে এই টুর্নামেন্টে। এই আসরে মোট ১৩টি ম্যাচ অনুষ্ঠিত হবে। যার প্রতিটি ম্যাচ দেখা যাবে দেশ-বিদেশের বিভিন্ন টিভি চ্যানেলে।

এই আসরে সবগুলো ম্যাচই সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)। বিটিভি ছাড়া বেসরকারি টিভি চ্যানেল ‘গাজী টিভি’ টুর্নামেন্টে সবগুলো ম্যাচে সরাসরি সম্প্রচার করবে।

উপমহাদেশের সব দেশের দর্শকরা ম্যাচগুলো সরাসরি ম্যাচগুলো দেখতে পাবেন ‘স্টার স্পোর্টস’ চ্যানেলে। আর নেপাল, মালদ্বীপ, ভুটান, পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তানের দর্শকরা দেখতে পাবে স্টার স্পোর্টস নেটওয়ার্ক, ডিডি ন্যাশনাল (ডিডি ১), ডিডি স্পোর্টস। যুক্তরাজ্যে দর্শকরা এশিয়া কাপের খেলা দেখতে পাবেন স্কাই স্পোর্টস ক্রিকেটে।

টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকাল সাড়ে পাঁচটায়। গ্রুপ পর্বের অন্য ম্যাচে আগামী ২০ সেপ্টেম্বর আফগানিস্তানের মুখোমুখি হবে টাইগাররা।

 

নিউজ ডেস্ক / বিজয় টিভি

You might also like