এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশিত হচ্ছে ৬ মে
এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেওয়া ২১ লাখ শিক্ষার্থীর অপেক্ষার অবসান হচ্ছে আগামী সোমবার।
ওইদিন এ পরীক্ষার ফল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন, আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি অধ্যাপক মুহাম্মদ জিয়াউল হক। শুক্রবার বিকেলে তিনি জানান, ৬ মে সকাল ১০টায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে শিক্ষামন্ত্রী দীপু মনির হাতে ফলাফলের সারসংক্ষেপ তুলে দেবেন বিভিন্ন বোর্ডের চেয়ারম্যানরা। সেখানেই ফলাফলের বিস্তারিত প্রকাশ করবেন শিক্ষামন্ত্রী। প্রধানমন্ত্রী দেশে না থাকায় এবারের ফলাফল আনুষ্ঠানিকভাবে গ্রহণ করবেন শিক্ষামন্ত্রী। এবারে এসএসসি ও সমমানের পরীক্ষায় ২১ লাখ ৩৫ হাজার ৩৩৩ শিক্ষার্থী অংশ নেয়।
নিউজ ডেস্ক / বিজয় টিভি