এসডিজির লক্ষ্যমাত্রা অর্জনে তরুণদের উন্নয়নে গুরুত্ব দেয়ার আহ্বান ক্রীড়া প্রতিমন্ত্রীর
বাংলাদেশে এসডিজির লক্ষ্যমাত্রা অর্জনের ক্ষেত্রে তরুণদের উন্নয়নে গুরুত্ব দেয়ার আহ্বান জানিয়েছেন, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল ।
‘জাতীয় উন্নয়নের জন্য তরুণদের ক্ষমতায়ন’ প্রতিপাদ্যে গতকাল কক্সবাজারে ‘চতুর্থ জাতীয় যুব সম্মেলনে’র উদ্বোধনী অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি।
প্রতিমন্ত্রী বলেন, বিভিন্ন ক্ষেত্রে পারদর্শিতা অর্জন, দীর্ঘ মেয়াদে বিকাশ ও বাংলাদেশের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে ভূমিকা রাখতে প্রয়োজনীয় দক্ষতা অর্জনের মাধ্যমে তরুণদের ক্ষমতায়নের জন্য উপযোগী প্ল্যাটফর্ম তৈরিতে কাজ করছে সরকার। তাই তরুণদের উন্নয়নে গুরুত্ব দিতে হবে।
আর তরুণদের ক্ষমতায়নের মাধ্যমে বাংলাদেশের এসডিজির লক্ষ্যমাত্রা অর্জনের জন্য জাতীয় যুব সম্মেলন একটি শক্তিশালী প্ল্যাটফর্ম বলেও জানান তিনি।
নিউজ ডেস্ক/বিজয় টিভি