এসির ভিতরে বসে সরকারের সমালোচনা না করে মানুষের পাশে দাড়ান : হাবিব হাসান
যারা ঘরে এসির ভিতরে বসে সরকারের সমালোচনা করে তাদেরকে অসহায়, মেহনতি মানুষের পাশে দাড়ানোর আহবান জানান ঢাকা ১৮ আসনের সাংসদ মো: হাবিব হাসান।
তিনি বলেন, মিথ্যা, বানোয়াট সমালোচনায় লিপ্ত না হয়ে অসহায়, মেহনতি মানুষের পাশে দাড়ালে এই করোনা মহামারির সময় এই মানুষগুলো উপকৃত হবে।
বৃহস্পতিবার উত্তরা ফায়দাবাদ ট্রান্সমিটার সংলগ্ন সবুজ বাংলাডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টার শুভ উদ্বোধন ও আলোচনা সভায় তিনি এ আহবান করেন।
তিনি আরও বলেন, এই করোনা মহামারীতে অসহায় মানুষের পাশে কারা দাঁড়িয়েছে এটা মানুষের কাছে আজ প্রমাণিত। আওয়ামী লীগের প্রতিটি নেতাকর্মী শেখ হাসিনার নের্দেশনায় এই করোনার মধ্যে ও মানুষের পাশে দারিয়েছে। অথচ বিএনপির নেতারা এসির ভিতরে বসে ডাইলগ দেন আওয়ামী লীগের নেতাকর্মীরা মানুষের পাশে দাঁড়ায় নি। আজ এই সব সমালোচনাকারীদের মুখোশ প্রকাশ পেয়েছে ।
আওয়ামী লীগের সকল নেতাকর্মীর উদ্দেশ্যে এই নেতা বলেন, অসহায় মানুষকে নিয়ে যেন, ওই সমালোচনাকারীরা ছিনিমিনি করতে না পারে সেজন্য আপনারা ঐক্যবদ্ধ হয়ে কাজ করবেন।
ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক আরও বলেন, ডাক্তারি পেশা মহৎ পেশা। সবুজ বাংলা ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টার যে উদ্যোগ নিয়েছে আমি তাতে সন্তুষ্ট। মাননীয় প্রধানমন্ত্রীর যে ভীষণ, স্বাস্থ্যসেবা মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার সেই লক্ষ্যে আপনারা কাজ করবেন।
তিনি আরও বলেন, আর্ক হাসপাতাল লি: যেমন অসহায় গরীব দুঃখী মানুষের পাশে দাঁড়িয়েছে এবং যে সুনাম ধরে রেখেছে সেই সুনাম এই ডায়াগনস্টিক সেন্টার ধরে রাখবে বলে আমি আশাবাদী। এই ডায়াগনস্টিক সেন্টার হসপিটাল এর মতই অসহায় মানুষের পাশে দাঁড়াবে। অনেক বিকল প্রতিবন্ধী আছে, তাদের জন্য যেন ফ্রি চিকিৎসার ব্যবস্থা করে দিবেন।
যারা গরীব তাদের প্রতি তীক্ষ্ণ নজর আরো দেওয়ার আহ্বান জানিয়ে এই নেতা আরও বলেন, যাতে অসহায় মানুষগুলোর চিকিৎসা না পেয়ে ফিরে না যায় হাসপাতাল থেকে সেদিকে লক্ষ্য রাখবেন। আমাদের নেতা-কর্মীরা সর্বক্ষণ আপনাদের পাশে থাকবে, কিন্তু কোন বদনাম যেন না হয়।
ঢাকা ১৮ আসন নিয়ে তিনি আরও বলেন, দক্ষিনখান থানা কেন্দ্রিক যে ওয়ার্ডগুলো রয়েছে, তার রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ। তাই এইসব ওয়ার্ডের মানুষের খুব অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে প্রতিনিয়ত। আমি নির্বাচনে জয়ী হয়ে ৭ মাস হয়েছে ক্ষমতায় এসেছি। আমি আজ কথা দিয়ে গেলাম, আগামী নির্বাচনের আগেই আপনাদের এলাকার সকল রাস্তাঘাটের কাজ শেষ করব।
ধৈর্য ধরবেন আস্থা রাখবেন, উন্নয়ন দুর্বার গতিতে এগিয়ে যাবে। ঢাকা ১৮ আসনকে আদর্শ আসন হিসেবে গড়ে তুলবো কথা দিয়ে গেলাম।
সবুজ বাংলা ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টার শুভ উদ্বোধন ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন, ৪৭ নং ওয়ার্ড কাউন্সিলর, মোতালেব মিয়া।
সবুজ বাংলা ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টার শুভ উদ্বোধন ও আলোচনা সভায় এছারাও উপস্থিত ছিলেন, অ্যাড -ভোকেট আবু হানিফ, ফয়েজ আহমেদ, মাহবুব আলম ভূঁইয়া, মহসিন সরকার, মতিউর রহমান মতি, নাজমুল আলম ভূইয়া, তাজউদ্দিন তারা, শফি উদ্দিন মোল্লা, শহিদুল আলম রিপন, তানবির চৌধুরী রিও প্রমুখ।