এ সপ্তাহেও প্রেক্ষাগৃহে থাকছে সিনেমা ‘শিমু’
২০১৬ সালের লোকার্নো চলচ্চিত্র উৎসবে ওপেন ডোরস ল্যাব এ অংশগ্রহণের মধ্যে দিয়ে শুরু হয় চলচ্চিত্র ‘শিমু’ এর কাজ। চিত্রনাট্যের জন্য রুবাইয়াত হোসেন জিতে নেন আর্টে ইন্টারন্যাশনাল পুরস্কার।
টরন্টো চলচ্চিত্র উৎসবে ওয়ার্ল্ড প্রিমিয়ারের পর ছবিটি প্রদর্শিত হয় ৬৩তম বিএফআই লন্ডন চলচ্চিত্র উৎসবে। এর আগে এই সিনেমা ‘মেড ইন বাংলাদেশ’ নামে বিভিন্ন আন্তর্জাতিক উৎসবে আলোচিত ও পাঁচটি উৎসবে পুরস্কার জিতে নেয়।
আন্তর্জাতিক নারী দিবসকে সামনে রেখে চলচ্চিত্র নির্মাতা রুবাইয়াত হোসেন পরিচালিত ‘শিমু’ চলচ্চিত্রটি বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায় গেল ১১ মার্চ। নতুন খবর হল, দ্বিতীয় সপ্তাহেও সিনেমা হলে চলবে রুবাইয়াত হোসেন পরিচালিত চলচ্চিত্র ‘শিমু’।
ঢাকায় স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা ও এসকেএস টাওয়ারের পাশাপাশি চট্টগ্রামের সুগন্ধা এবং বগুড়ার মধুবন সিনেমা হলে শুক্রবার থেকে ছবিটি দেখতে পারছেন দর্শকেরা।
শ্রমিক নেত্রী ডালিয়া আক্তারের জীবনের সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত হয়েছে ‘শিমু’। ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রিকিতা নন্দিনী শিমু, নভেরা রহমান, দীপান্বিতা মার্টিনসহ অনেকে।