কক্সবাজারের রামুতে এক রোহিঙ্গার ছুরিকাঘাতে এক বাংলাদেশী নিহত
কক্সবাজারের রামুতে এক রোহিঙ্গার ছুরিকাঘাতে আবু তাহের নামে এক বাংলাদেশী নিহত হয়েছে।
শনিবার রাতে উপজেলার কচ্চপিয়ার তুলাতলী গ্রামে এই ঘটনা ঘটে। নিহত ব্যক্তি ওই এলাকার মৃত আলী হোসেনের ছেলে। ঘাতক রোহিঙ্গা মনির আহাম্মদ ঐ এলাকায় আশ্রিত রোহিঙ্গা,গুরা মিয়ার ছেলে। রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ আবুল মনসুর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
নিউজ ডেস্ক / বিজয় টিভি