কক্সবাজারের রামুতে সাড়ে ৪৬ হাজার ইয়াবাসহ আটক ৫

১০৬

কক্সবাজারের রামু উপজেলায় সাড়ে ৪৬ হাজার ইয়াবাসহ ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধার হওয়া ইয়াবার মূল্য ১ কোটি ৩৯ লাখ ৫০ হাজার টাকা। নাইক্ষ্যংছড়ির থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আলমগীর হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

সোমবার (১৬ আগস্ট) রাত ৯টার দিকে নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের ১নং ওয়ার্ডস্হ সালামীপাড়ার নাইক্ষ্যংছড়ি চাকঢালাগামী পাকা রাস্তার কালভার্টের ওপর থেকে তাদের গ্রেফতার করা হয়।

আটককৃতরা হলেন, উপজেলার সদর ইউপির ৩নং ওয়ার্ডের ছালামীপাড়ার মৌলভী জকির হোসনের ছেলে সৈয়দ উল্লাহ, চেরারমাঠ ৬নং ওয়ার্ডের মৃত মকবুল আহমদের ছেলে সৈয়দ আলম, ৬নং ওয়ার্ডের মৃত আলী আহমদের ছেলে আবুল কাসেম, রামু উপজেলার গর্জনিয়া ইউপির ৪নং ওয়ার্ডের মৃত আমির হামজা মিয়াজির ছেলে মো. ইব্রাহিম, উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প-৪ ব্লক ডি/৮-এর হেড মাঝি মো. হোসেন ও ব্লক মাঝি আলী মিয়ার আশ্রিত মৃত গোলাম হোসেনের ছেলে ছাবের আহমদ।

এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি থানার ওসি মুহাম্মদ আলমগীর হোসেন জানান, গোপন খবরের ভিত্তিতে উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ ছালামী এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পুলিশ তাদের ধাওয়া করে আটক করে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

You might also like