কক্সবাজারে অনুষ্ঠিত হলো জব ফেয়ার

১০৪

রোহিঙ্গাদের জন্য প্রাপ্ত সহায়তার ২৫ শতাংশ খরচ করা হবে স্থানীয়দের জন্য। আর রোহিঙ্গাদের মানবিক কার্যক্রমে স্থানীয়দের অগ্রাধিকার দেয়া হবে।

কক্সবাজারের উখিয়ায় চাকরি ও দক্ষতা উন্নয়ন মেলায় অতিথিরা এসব কথা বলেন। উখিয়া সরকারি উচ্চবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত মেলায় প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী কার্যালয়ের এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক কেএম আব্দুস সালাম। জেলা প্রশাসক মো. কামাল হোসেনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোজাম্মেল হোসেন, পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেনসহ বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন। পরে মেলা প্রাঙ্গনে এক প্রেস ব্রিফিং-এ তিন শতাধিক স্থানীয় প্রার্থীর চাকরি নিশ্চিত করা হয়।

নিউজ ডেস্ক / বিজয় টিভি

You might also like