কক্সবাজারে ডাকাতি-অপহরণ প্রতিরোধে মতবিনিময় সভা
কক্সবাজারের ঈদগাঁহ-ঈদগড় বাশাইরী সড়কে ডাকাতি-অপহরণ প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ (শুক্রবার) সকালে, রামু ঈদগড় ইউনিয়ন পরিষদ মাঠে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য সাংসদ সাইমুম সরওয়ার কমল।
এসময় তিনি বলেন, ঈদগাঁহ-ঈদগড় সড়কে ডাকাতি অপহরণ প্রতিরোধে দ্রুত সময়ের মধ্যে সেনাবাহিনী প্রশিক্ষণ ক্যাম্প ও বিজিবি ক্যাম্প স্থাপন করা হবে।
এ সময় কক্সবাজারের পুলিশ সুপার মোহাম্মদ হাসানুজ্জামান ও রামু থানার ওসি কে.এম আজমিরুজ্জামানসহ অনেকে উপস্থিত ছিলেন।
নিউজ ডেস্ক/বিজয় টিভি