কক্সবাজারে নতুন করে মাদক ব্যবসায়ীদের তালিকা করা হবে : ডিআইজি

১৮৫

কক্সবাজারে মাদক নির্মূলে ধারাবাহিক অভিযানের পাশাপাশি নতুন করে মাদক ব্যবসায়ীদের তালিকা করা হবে বলে জানিয়েছেন পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন। একই সাথে মাদক ব্যবসাস সাথে জড়িতদের ছাড় দেয়া হবে না বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেছেন তিনি।

আজ (মঙ্গলবার) দুপুরে, কক্সবাজার সদর মডেল থানায় নতুন যোগ দেয়া পুলিশ সদস্যদের দিক-নির্দেশনামূলক বক্তব্য শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

পুলিশ সদস্যদের সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, সাধারণ মানুষের জানমাল রক্ষা, চুরি, ছিনতাই, খুন, রাহাজানিসহ আইনশৃঙ্খলা পরিপন্থী যে কোনো কাজ শক্ত হাতে দমন করতে হবে।

 নিউজ ডেস্ক/বিজয় টিভি

You might also like