কক্সবাজারে বিশ্ব বসতি দিবস উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত
সবার জন্য আবাসন: ভবিষ্যতের উন্নত নগর-প্রতিপাদ্যে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের উদ্যোগে বিশ্ব বসতি দিবস উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
আজ (সোমবার) বিকেলে, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের অস্থায়ী কার্যালয়ে এ সেমিনার অনুষ্ঠিত হয়। কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্ণেল ফোরকান আহমদের সভাপতিত্বে সেমিনারে তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য সাংসদ সাইমুম সরওয়ার কমল, মুক্তিযোদ্ধা কামাল হোসেন চৌধুরী, কক্সবাজার চেম্বার অব কমার্সের সভাপতি আবু মোর্শেদ চৌধুরী খোকাসহ অনেকে উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন, প্রধানমন্ত্রীর শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে সরকার সকল পেশার মানুষের বাসস্থান নিশ্চিতে কাজ করছেন।
নিউজ ডেস্ক/বিজয় টিভি