কক্সবাজারে সার্ভেয়ারের বাসা থেকে ঘুষের টাকাসহ নথিপত্র উদ্ধার
কক্সবাজার জেলা প্রশাসনের ভূমি অধিগ্রহণ শাখার সার্ভেয়ারের দুইটি বাসায় অভিযান চালিয়ে ঘুষের ৯৩ লাখ ৬০ হাজার টাকাসহ বিভিন্ন ব্যাংকের চেক ও নথিপত্র উদ্ধার করেছে র্যাব।
আজ (বৃহস্পতিবার) দুপুরে আয়োজিত সংবাদ সম্মেলনে র্যাব- ১৫’র অধিনায়ক উইং কমান্ডার আজিম আহমেদ জানান, গতকাল কক্সবাজার শহরের বাহারছড়া ও তারাবনিয়ারছড়া এলাকায় এ অভিযান চালানো হয়।
এ সময় ওয়াসিম খান নামে এক সার্ভেয়ারকে আটক করা সম্ভব হলেও এ ঘটনায় জড়িত ফরিদউদ্দিন ও ফেরদৌস খান নামে অপর দুই সার্ভেয়ার পালিয়ে যায়। তিনি জানান, সরকারের উন্নয়ন মেগা-প্রকল্পের ভূমি অধিগ্রহণ কার্যক্রম চলমান।
এ ভূমি অধিগ্রহণকে ঘিরে সংঘবদ্ধ একটি চক্র জমির মালিকদের নানাভাবে জিম্মি করে বড় অংকের টাকা আদায়ের অভিযোগ ভূক্তভোগীদের দীর্ঘদিনের। এর প্রেক্ষিতেই র্যাব অভিযান পরিচালনা করেন এবং এ অভিযান অব্যাহত থাকবে।
নিউজ ডেস্ক/বিজয় টিভি