কক্সবাজারে ৪ অক্টোবর থেকে ১৭ অক্টোবর পর্যন্ত চলবে ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন

১৩৫

শিশুমৃত্যুর ঝুঁকি কমাতে কক্সবাজারে আগামী ৪ অক্টোবর থেকে ১৭ অক্টোবর পর্যন্ত চলবে ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন।

আজ (বৃহস্পতিবার) দুপুরে, জেলা ইপিআই স্টোর সম্মেলন কক্ষে স্বাস্থ্য বিভাগ আয়োজিত সাংবাদিকদের অবহিতকরণ সভায় এ তথ্য জানানো হয়। ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা: মহিউদ্দিন মো: আলমগীরের সভাপতিত্বে সভায় স্বাস্থ্য বিভাগের ডা: সৌনম বড়ুয়া, জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সিরাজুল ইসলাম সবুজসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

স্বাস্থ্যবিধি মেনে পক্ষকালব্যাপী আয়োজিত এ ক্যাম্পেইনে জেলার ১৯৫১টি কেন্দ্রে ৬ মাস থেকে ১১ মাস বয়সী প্রায় ৬২ হাজার পাঁচশ এবং  ১২ থেকে ৫৯ মাস বয়সী ৪ লাখ ১৭ হাজার শিশুকে এ টিকা খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে বলে জানান তিনি।

 নিউজ ডেস্ক/বিজয় টিভি

You might also like