কক্সবাজার থেকে পালিয়ে আসা ৪২ রোহিঙ্গা আটক

১১০

কক্সবাজারের বিভিন্ন শরণার্থী শিবির থেকে পালিয়ে আসা ৪২ জন রোহিঙ্গা নাগরিককে আটক করেছে পুলিশ। আটককৃতদের মধ্যে ২১ জন পুরুষ, ১৫ জন নারী ও ছয়জন শিশু।

সোমবার পটিয়া উপজেলার হাইদগাঁও ইউনিয়ন থেকে তাদের আটক করে টেকনাফের রোহিঙ্গা শিবিরে পাঠিয়ে দেয়া হয় বলে জানান পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বোরহান উদ্দিন। তিনি আরো বলেন, বহুদিন থেকে রোহিঙ্গারা ক্যাম্প থেকে পালিয়ে এসে স্থানীয়দের সঙ্গে মিশে যাওয়ার চেষ্টা করছিল এবং বিভিন্ন ধরনের অপরাধেও জড়িয়ে পড়ছে। এ ধরনের ক্যাম্প পালানো রোহিঙ্গাদের শনাক্ত ও আটকে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

নিউজ ডেস্ক / বিজয় টিভি

You might also like