কক্সবাজার শহর থেকে অস্ত্র ও ইয়াবাসহ আটক ১
কক্সবাজার শহরের লাইট হাউজ পাড়া এলাকা থেকে অভিযান চালিয়ে অস্ত্র ও ইয়াবাসহ নাফিস ইকবাল নামে এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে র্যাব-১৫।
রোববার (৬মার্চ) বিকালে কক্সবাজার পৌরসভার ১২নং ওয়ার্ড লাইট হাউজ পাড়া এলাকার নিজ বাড়ী থেকে অস্ত্র ও ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়।
বিকালে র্যাব-১৫ এর সহকারী পলিশ সুপার মোঃ বিল্লাল উদ্দিন এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে কলাতলীর লাইট হাউজ পাড়ায় একটি বাড়ীতে অভিযান চালানো হয়।
এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় স্থানীয় মোঃ সিরাজুল ইসলামের পুত্র মাদক ব্যবসায়ী নাফিস ইকবাল (২৪)কে আটক হয়।
পরে উক্ত বাড়ীতে তল্লাশী করে স্থানীয়দের উপস্থিতিতে খাটের তোষকের ভিতর থেকে ১টি একনলা বন্দুক, ৩রাউন্ড তাজা কার্তুজ ও ৩হাজার ৯শ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত মাদক কারবারীর বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে কক্সবাজার সদর মডেল থানায় হস্তানন্তর করা হয়েছে।